মহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদানের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২; সময়: ৩:৩২ অপরাহ্ণ |
মহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে কোভিড ১৯ প্রতিরোধকল্পে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে প্রধান অতিথি হিসেবে ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন মিঞা, সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলাম প্রমূখ।

উদ্বোধনী দিনে উপজেলা সদরের জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ, সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়সহ ১০টি বিদ্যালয়ের ৭ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে