পবায় প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২; সময়: ৬:২২ অপরাহ্ণ |
পবায় প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পিছিয়েপড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে এই এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়।

নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় ফ্যাসেলিটেটর গোলাম কিবরিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।

সভার ২য় অধিবেশনে সাবেক অধ্যক্ষ আব্দুল খালেককে সভাপতি ও সোহরাব আলীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সুফিয়া হাসান, রঘুনাথ রবিদাস, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য মোস্তফা সরকার, মনিরা বেগম, রূপালী পারভীন।

কমিটির সাধারণ সদস্য মেহেরুন্নেসা, মনোয়ারা বেগম, সোনাভান, মুক্তিরানী সরকার, বাসন্তী রানী, হাবিবা খাতুন ফেন্সে, সালমা, আলাউদ্দিন আল আজাদ, আমিনুল ইসলাম, সরকার দুলাল মাহবুব, কাউছার আলী, জালাল উদ্দিন, কালু চন্দ্র দাস, শরিফুল ইসলাম, সাজ্জাদ আলী ও আকবর আলী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে