বাঘায় জীবনমান উন্নয়নে ঋণ পেলো চার প্রতিবন্ধী

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২; সময়: ৬:২৬ অপরাহ্ণ |
বাঘায় জীবনমান উন্নয়নে ঋণ পেলো চার প্রতিবন্ধী

নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাঘায় চারজন প্রতিবন্ধীকে সমাজসেবা অধিদপ্তর থেকে ঋণ সহায়তা দেয়া হয়েছে। বুধবার(১২ ডিসেম্বর) উপজেলা সমাজসেবা কার্যালয়ে চারজন প্রতিবন্ধীর মাঝে ৮২ হাজার ৯৪০ টাকা ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করে বাঘা উপজেলা সমাজসেবা অধিদপ্তরর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার অনুদান/ঋণ নীতিমালা অনুযায়ী কল্যাণ তহবিল হতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুর্নবাসনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদানের ব্যবস্থা করেছেন। সেই ধারাবাহিকতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর চারজন প্রতিবন্ধীর মাঝে ৮২ হাজার ৯৪০ টাকা ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাফিজ শরিফ ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।

তাঁরা হলেন, উপজেলার আড়পাড়া গ্রামের হারান আলী, জোতকাদিরপুর গ্রামের রফিকুল ইসলাম, বেংগাড়ীর গ্রামের উজ্জল আলী ও ব্রামনডাঙ্গা গ্রামের রাশিদা বেগম। তাদের একজন রাশিদা বেগম জানান, ঋনের টাকা দিয়ে তিনটি ছাগল ক্রয় করবো। এতে সাবলম্বী হবো বলে আশা করছি ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে