পবার হড়গ্রামে ইউনিয়ন পরিষদ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২; সময়: ৮:১৭ অপরাহ্ণ |
পবার হড়গ্রামে ইউনিয়ন পরিষদ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার হড়গ্রামে ইউনিয়ন পরিষদ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-৩ এর আওতায় দুই দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হড়গ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার) উপপরিচালক শাহানা আক্তার জাহান। হড়গ্রাম ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী।

প্রশিক্ষণে অংশ নেন ইউপি’র সচিব নুরুন নাহার, হিসাব সহকারি ইসমাইল হোসেন, সদস্য এরশাদ আলী, সাজাহান আলী, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন জুয়েল, জাকির হোসেন, মুনজুর হোসেন, মোহাম্মাদ আলী, সাজেদা বেগম, আতেরা খাতুন ও রূপালী পারভীন, তথ্য সেবা উদ্যোক্তা রফিকুল ইসলাম রনি ও সুমী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে