মোহনপুরে প্রাচীন বিষ্ণু মুর্তি উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২; সময়: ৮:৪৮ অপরাহ্ণ |
মোহনপুরে প্রাচীন বিষ্ণু মুর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলায় পুরাতন পুকুর খননকালে নারায়ণ বা বিষ্ণু মুর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের করিষা গ্রামের (বিজলি পাড়ায়) মৃত শহর আলীর ছেলে মজিবুর রহমানের পুকুর থেকে এ মুর্তি উদ্ধার করেন মোহনপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, করিষা গ্রামে পুরনো পুকুর সংষ্কার কালে মুর্তি দেখার পর মোহনপুর থানায় খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মুর্তিটি উদ্ধার করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মুর্তিটি প্রায় ৩শত বছরের পুরনো এর ওজন আনুমানিক ৩০ কেজি।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মুর্তিটি উদ্ধার করেন। এতিমধ্যে উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। বিধি মোতাবেক মুর্তিটি রাজশাহী বরেন্দ্র জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে