শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা সনু লাঞ্ছিতের ঘটনায় তদন্ত শুরু

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২; সময়: ৬:২৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা সনু লাঞ্ছিতের ঘটনায় তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনুকে লাঞ্ছিতের ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (শিবগঞ্জ) আদালতে দায়ের হওয়া মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার দুপুরে সরজমিনে তদন্তে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও তদন্তকারী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম। এ সময় ঘটনায় অভিযুক্তদের সনাক্তকরণ, স্বাক্ষীদের জবানবন্দি ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুত করেন তিনি। একই সঙ্গে স্থানীয় ৫ জন বীরমুক্তিযোদ্ধা ও দুজন সাংবাদিকের স্বাক্ষী হিসেবে লিখিত জবানবন্দি লিপিবদ্ধ করেন।

আগামী ২৪ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। উল্লেখ, গত ১৬ই ডিসেম্বর উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের কাছে লাঞ্ছিত হন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু।

এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মাঝে ব্যাপক সমালোচনা এবং প্রতিবাদের ঝড় উঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ২৭ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (শিবগঞ্জ) আদালতের বিচারক হুমায়ূন কবীর ক্রিমিনাল মিস কেস রেকর্ড করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে