ওমিক্রন ঠেকাতে শিবগঞ্জে মাস্ক বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২; সময়: ৬:২৭ অপরাহ্ণ |
ওমিক্রন ঠেকাতে শিবগঞ্জে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবদেক, শিবগঞ্জ : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে সংক্রমণের প্রাদুর্ভাব মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাস্ক বিতরণ ও সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ ও সাব-রেজিস্ট্রার অফিস চত্বরসহ বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এই কার্যক্রমে অংশ নিয়ে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি বলেন, সচেতনতামূলক সপ্তাহের অংশ হিসেবে শিবগঞ্জবাসীকে মাস্ক পরিধান ও ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ সপ্তাহের পর যারা মাস্ক পরিধান করবে না, তাদের উপর বিধি মোতাবেক জেল-জরিমানা আরোপসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া মাস্ক পরিধান ও ভ্যাকসিনের অন্তত একটি ডোজ গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তিকে উপজেলা পরিষদের কোনো সরকারি-বেসরকারি দপ্তর বা প্রতিষ্ঠানে সেবা প্রদান করা হবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে