বাগমারায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শনে প্রকল্প পরিচালক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২; সময়: ৬:২৯ অপরাহ্ণ |
বাগমারায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শনে প্রকল্প পরিচালক

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী (যুগ্ম সচিব)। গত রোববার দুপুরে বন্যা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ পরির্দশনে আসেন তিনি।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অধিনে উপজেলার মুগাইপাড়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করছেন দূযোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

এরই মধ্যে নির্মাণাধিন বন্যা আশ্রয় কেন্দ্রের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। পরিদর্শন কালে কাজের গুণগত মান ঠিক থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রকল্প পরিচালক।

বন্যা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হলে বিভিন্ন দূর্যোগে নিরাপদে আশ্রয় নিতে পারবেন লোকজন। এদিকে দূর্যোগকালীন সময়ে বিদ্যালয়টি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। পরবর্তীতে মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্রটিতে পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

পরিদর্শনকালে অন্যান্যের উপস্থিত ছিলেন, প্রকল্পের সহকারী প্রকৌশলী জালাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ প্রমুখ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে