দূর্গাপুরে মেহেরুন হত্যায় স্বামীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২; সময়: ৮:১৪ অপরাহ্ণ |
দূর্গাপুরে মেহেরুন হত্যায় স্বামীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে মেহেরুন খাতুন (১৭) নামের এক গৃহবধূকে হাতুড়িপেটা ও শ্বাসরোধে হত্যায় তার স্বামীর বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামে চেতনার মোড়ে এ মানববন্ধন হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নিহতের স্বামী তৌফিকুল ইসলাম হিমেলকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

তিন মাস আগে চৌবাড়িয়া গ্রামের হিমেলের সঙ্গে মেহেরুনের বিয়ে হয়। মেহেরুন হত্যাকাণ্ডে গত রোববার রাতে তার বাবা বাদী হয়ে হিমেলকে আসামি করে দুর্গাপুর থানায় একটি এজাহার দিয়েছেন।

নিহতের বাবা মাহবুবুর রহমান ও মা লাইলী বেগমও মানববন্ধনে অংশ নেন। এর আগে এলাকাবাসী শিবপুর দুর্গাপুর সড়ক অবরোধ করে কিছু সময় বিক্ষোভ করেন।

মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মাদক সেবন করত মেয়ের জামাই হিমেল। যৌতুকের জন্য বিভিন্ন সময় তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। গত ১০ জানুয়ারি মেহেরুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করে হিমেল।

তিনি বলেন, মারধরের পর অচেতন মেহেরুনকে হাসপাতালের মেঝেতে রেখে পালিয়ে যায় সে। পরে আমরা খবর পেয়ে হাসপাতালে যাই। ১৫ জানুয়ারি শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেরুন মারা যায়।

মেহেরুনের মা লাইলী বেগম বলেন, মেহেরুনের বিয়েতে প্রায় ১০ লাখ টাকার গহনা ও বিভিন্ন আসবাবপত্র দেওয়া হয়েছিল জামাইকে। এছাড়া নগদ দুই লাখ টাকা যৌতুক দিতে হয়েছে তাকে। হিমেল এর আগে দুটি হত্যা মামলার আসামি ও মাদকাসক্ত ছিল, কিন্তু আমরা কেউ জানতাম না। মেহেরুনকে হত্যা করার সব প্রমাণ থাকলেও পুলিশ এখন তাদের মামলা নিচ্ছে না।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মো. হাসমত আলী ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে