নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতালদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২; সময়: ৯:১৩ অপরাহ্ণ |
নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতালদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : IPDC Finance সহায়তায় ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (সাঁওতাল) সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে নাচোল উপজেলার পশ্চিম লক্ষনপুর গ্রামে সালামের উঠানে ক্ষুদ্র নূ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

ধ্রুবতারার কেন্দ্রীয় এসডিজি বিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শাকিল রেজার সভাপতিত্বে কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের ধ্রবতারার সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস। ‌‌

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম প্রমুখ।

উত্তরবঙ্গের তীব্র শীত ও শৈতপ্রবাহে জনজীবন যখন বিপন্ন, ঠিক সে সময় IPDC Finance এর পক্ষ থেকে এমন উপহারে ক্ষুদ্র নৃতাত্ত্বিক সম্প্রদায় খুবই খুশি।

উপজেলার লক্ষণপুর গ্রামের রুবেল বাস্কি স্বস্তি প্রকাশ করে বলেন, এব্যার(বছর) হাঁরা কাহুরির(কারও) কাছে কোন ঠারের(ঠান্ডার) কাপড় পাইনি। কম্বল পাইয়া হাঁরঘে জানটা (জীবনটা) ব্যাঁচা গেল। কম্বল গ্রহণকালে বৃদ্ধ, প্রতিবন্ধীসহ অনেকেই অশ্রুসিক্ত ও আবেগতাড়িত হয়ে পড়েন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে