নারীদের আত্মকর্মসংস্থানে কাগজের ব্যাগ ও ঠোঙা তৈরি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২; সময়: ৯:৩৮ অপরাহ্ণ |
নারীদের আত্মকর্মসংস্থানে কাগজের ব্যাগ ও ঠোঙা তৈরি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

নিজস্ব প্রতিবেদক : নগরীতে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সাতদিন মেয়াদি কাগজের ব্যাগ ও ঠোঙা তৈরি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় বোয়ালিয়ার উদ্যোগে এ কোর্সের সমাপনি ও সনদপত্র বিতরণ করা হয়।

মেট্রোপলিটন থানা বোয়ালিয়া যুব উন্নয়ন কর্মকর্তা মোহা. সঈদ আলি রেজা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী উপপরিচালক এটিএম গোলাম মাহবুব। উপস্থিত ছিলেন ট্রেভ বিশেষজ্ঞ মাহফুজা খাতুন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী সরদারসহ যুব সংগঠনের প্রতিনিধি ও ৩০ জন বেকার যুবনারী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে