রাজশাহীতে সড়কে বসে প্রতিকী পরীক্ষায় অংশ

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২; সময়: ৩:৪৬ অপরাহ্ণ |
রাজশাহীতে সড়কে বসে প্রতিকী পরীক্ষায় অংশ

নিজস্ব প্রতিবেদক : স্থগিত করা পরীক্ষা দ্রুত শেষ করার দাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের চলমান পরীক্ষা নেয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে বসে প্রতিকী পরীক্ষায় অংশ নিয়ে তারা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা খাত কলম নিয়ে রাস্তায় বসে পরীক্ষার্থী প্রতিকী পরীক্ষা দেয়।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান। ৩টি কোর্সের পরীক্ষা বাকী থাকতেই কর্তৃপক্ষ স্থগিত করেছে। এতে সেশন জট তৈরী হবে। তাদের দাবি, স্থগিতাদেশ তুলে নিয়ে দ্রুত পরীক্ষা চালু করা হোক।

মানববন্ধনে অংশ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী। মানববন্ধন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখারও দাবি জানানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে