সিরাজগঞ্জে ছিনিয়ে নেয়া স্বর্নসহ অজ্ঞানপার্টির ৩ সদস্য আটক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২; সময়: ৬:০২ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ছিনিয়ে নেয়া স্বর্নসহ অজ্ঞানপার্টির ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে বিদেশফেরত এক বাসযাত্রিকে অজ্ঞান করে ছিনিয়ে নেয়া ১৮ ভরি স্বর্ন ও অন্যান্য মালামালসহ দুই অজ্ঞানপার্টির সদস্যকে আশুলিয়া থেকে আটক করেছে র‌্যাব। রোববার সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় র‌্যাব-১২ হেডকোর্টারে এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় র‌্যাব-১২ মিডিয়া অফিসার, সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ২০২১ সালের ২ অক্টোবর বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে বিদেশফেরত বাসযাত্রি ইব্রাহিম হোসেনকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অজ্ঞানপার্টির সদস্যরা।

এ বিষয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করা হয়। এসময় আটককৃতদের নিকট থেকে ১৮ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয় আটককৃতরা হলো ঢাকার আশুলিয়া থানার শ্রীকান্ডিয়া গ্রামের রফিকুল ইসলাম ও গাজিপুরে কালিগঞ্জ থানার মুলগাও গ্রামের দীপকচন্দ্র বর্মন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে