মোহনপুরে বিষপানে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২; সময়: ৮:৪৯ অপরাহ্ণ |
মোহনপুরে বিষপানে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মোহনপুরে পারিবারিক কলহের জের ধরে মনিরা খাতুন (২৭) নামের ১ সন্তানের জননীর আত্মহত্যার করেছে। রোববার (২৩ জানুয়ারি) মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে ২১ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টার দিকে সে বিষপান করার পর থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মনিরা উপজেলার মৌগাছি ইউনিয়নের ধামিনপাড়া এলাকার ভুলু মন্ডলের মেয়ে ও বাকশিমইল ইউনিয়নের মিরপুর গ্রামের সোহেল রানা লালুর দ্বিতীয় স্ত্রী।

মনিরার বোন জামাই ফজলুল হক জানান, সোহেল তার দ্বিতীয় স্ত্রী মনিরাকে দিয়ে বিভিন্ন এনজিও হতে কয়েক লাখ টাকা ঋন গ্রহণ করান।

২১ জানুয়ারি শুক্রবার ঋনের কিস্তির টাকার জন্য স্বামীর থেকে টাকা চাইলে বাকবিতন্ডা হয় এবং তাকে মারধোর করেন স্বামী সোহেল ও তার ১ম বউ। সেই সূত্র ধরেই সে তার বাবার বাড়িতে এসে বিষপান করেন। এর পর তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি রাখা ছিলো।

এবিষয়ে মোহনপুর থানা পরিদর্শক (ওসি তদন্ত) তৌহিদুর রহমান বলেন, মৃত গৃহবধূর লাশটি ময়না তদন্তের জন্যে রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, রির্পোট পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে। ঘটনাটির পরবর্তী আইনুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে