রাজশাহীতে একদিনে ৩৪৪ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২; সময়: ৯:৩৪ অপরাহ্ণ |
রাজশাহীতে একদিনে ৩৪৪ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আরও বেড়েছে করোনা সংক্রমণ। মঙ্গলবার রাজশাহীর দুইটি ল্যাবে ৩৪৪ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। এদিন ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ।

এর আগের দিন সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে ৩০৪ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। এদিন ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ।

ল্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ১১৭ জনের শরীরে। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ২২৭ জনের শরীরে।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাকি দুইজনের করোনা উপসর্গ দেখা দিয়েছিল। এদের একজনের বাড়ি রাজশাহীতে এবং অন্য জন চাঁপাইনবাবগঞ্জে।

মৃত তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। পুরুষ একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অন্যজনের ৬১ বছরের বেশি। নারীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। বর্তমানে ১০৪টি শয্যার বিপরীতে ৪৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে