পাখি শিকারীকে ধরিয়ে দিয়ে চলনবিলের দুই কৃষক পেলেন পুরস্কার

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২; সময়: ৫:০০ অপরাহ্ণ |
পাখি শিকারীকে ধরিয়ে দিয়ে চলনবিলের দুই কৃষক পেলেন পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের চলনবিলে রাব্বি (১৬) ও শিহাব উদ্দিন (১৭) নামে দুই পাখি শিকারীকে ধরিয়ে দিয়ে দুই কৃষক পেয়েছেন একটি কম্বল ও ১টি টি-শার্ট।

বুধবার দুপুরে পাখি শিকারীদের আটক করা হলে সাদ্দাক হোসেন ও রেজাউল করিম নামে দুই কৃষককে পুরস্কৃত করা হয়।

চলনবিলের প্রকৃতি ও পাখি রক্ষায় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির ঘোষনানুযায়ী সিংড়া উপজেলার জোড়মল্লিকা ও খরমকুড়ি এলাকার ওই দুই কৃষককে পুরস্কৃত করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি প্রতিবছরের মত এবারও শীতে চলনবিলে আসা নান প্রজাতির অতিথি পাখি ও প্রকৃতি রক্ষায় মানুষদের উদ্বুদ্ধ করতে এমন পুরস্কার ঘোষনা করে এই ব্যতিক্রমী উদ্দোগ নিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এবারের শীতে পাখি শিকারীকে ধরিয়ে দিলেই সংগঠনের পক্ষ থেকে কম্বল ও টি-শার্ট পুরস্কার ঘোষণা করা হয়েছে।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, সিংড়ার চলনবিলে এবার লাখ লাখ অতিথি পাখির আগমন ঘটেছে। এসব পাখি বাঁচাতে তাদের এই ব্যতিক্রম উদ্যোগ।

বুধবার দুপুরে চলনবিলের জোড়মল্লিকা ও খরমকুড়ি এলাকায় স্থানীয় কৃষকদের সহযোগিতায় কৃষক রাব্বি ও শিহাব উদ্দিন নামের দুই পাখি শিকারীকে আটক করা হয়। পাখি শিকারের কারেন্ট জাল ও ফাঁদ জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।

পরে বয়স বিবেচনা করে আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে পাখি শিকারীদের খবর দিয়ে সহযোগিতায় করায় কৃষক সাদ্দাক হোসেন ও রেজাউল করিমকে পুরস্কৃত করা হয়। একই সাথে এলাকায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে