কুড়িগ্রামের রাজারহাটে ১১ শিক্ষক-কর্মচারীর বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২; সময়: ৫:৪৯ অপরাহ্ণ |
কুড়িগ্রামের রাজারহাটে ১১ শিক্ষক-কর্মচারীর বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম : রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক/অধ্যক্ষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/অধ্যক্ষ, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১১ টার দিকে সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে অবসরপ্রাপ্ত ১১জন শিক্ষক কর্মচারীর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত শিক্ষাগুরুদ্বয়কে ফুল দিয়ে মঞ্চেবরণ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক/অধ্যক্ষ মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্ব ও শিক্ষক রুকুনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফ উজ জামান, বিদ্যালয় ও কলেজ সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল ওয়াহেদ সরকার, বিদায়ী শিক্ষক আব্দুল কাদের বক্তব্য রাখেন।

পরে প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/অধ্যক্ষ শ্রী দাম চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সরকার, সহকারী শিক্ষক মোঃ আবু তাহের মিয়া, সহকারী শিক্ষক মনিন্দ্র নাথ রায় ও বিজ্ঞানাগার সহকারী ইসলাম হোসেনকে সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

এসময় ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ মতিন, কৃষক লীগ সভাপতি এসএম মজিবর রহমান, সিংগারডাবড়ীহাট সরকারি বিদ্যালয়ের প্রধান আক্তারুজ্জামান রুবেল, সিংগারডাবড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, শিক্ষক মোঃ আইয়ুব আলী খন্দকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে