রাজশাহীতে যুবলীগ নেতার কাছে চাঁদা দাবি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২; সময়: ৫:৩২ অপরাহ্ণ |
রাজশাহীতে যুবলীগ নেতার কাছে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ফেসবুকে পোস্ট দিয়ে যুবলীগ নেতার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যুবলীগ নেতা জনি ইসলাম মঙ্গলবার কাটাখালী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

জনি ইসলাম কাটাখালীর একজন বালু ব্যবসায়ী ও পৌরসভা যুবলীগের আহবায়ক। গত ২১ জানুয়ারি দুপুরের পর একই এলাকার রোকনুজ্জামান মানিক নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনি ইসলামের নাম উল্লেখ করে লেখেন- ‘শুনো জনি। তুমি যদি ৫ লাখ টাকা দাও তা হলে সব পোস্ট ডিলিট করে দেব। টাকা না দিলে সামনে সংবাদ সম্মেলন হবে। তার জন্য তুমি রেডি থাকো।’

এদিকে, যুবলীগ নেতা জনি ইসলাম ফেসবুক থেকে রোকনুজ্জামানের পোস্টের স্ক্রিটশটটি সংরক্ষণ করেন। এটি আত্মীয়স্বজনসহ সবাইকে দেখান। শেষে কাটাখালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চান। পুলিশ অভিযোগটি জিডি আকারে রেকর্ড করেন।

জনি ইসলাম জানান, আমি এমন কিছু করিনি যার কারণে আমাকে এভাবে হুমকি দেয়া হবে বা আমার কাছে থেকে চাঁদা চাওয়া হবে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।

অন্যদিকে, অভিযুক্ত রোকনুজ্জামান মানিককে একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি। ফলে তার মতামত জানা সম্ভব হয়নি।

তবে থানায় অভিযোগ হওয়ার পর ফেসবুক লাইভে এসে চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে বলেছেন, তার আইডি হ্যাক করে কেউ এ ধারণের ম্যাসেজ জনির কাছে পাঠিছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে