পাঁচ দফা দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচী

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২; সময়: ৬:৫৩ অপরাহ্ণ |
পাঁচ দফা দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক, পাবনা : বুটেক্স অধিভুক্ত সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’র সেশনজট নিরসন ও দ্রুত পরিক্ষা নেওয়াসহ পাঁচ দফা দাবিতে পাবনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আয়োজনে বুধবার দুপুরে পাবনা শহরের হামিদ রোড়ে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, শিক্ষার্থী আল-আমিন, এস,কে রকিব, জাকারিয়া সরকারসহ অনেকে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার রুটিন ও অন্যান্য কার্যসূচি প্রকাশ, পরীক্ষার ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে ২০০ থেকে ৩০০ টাকায় নিয়ে আসা, সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করার পরপরই মার্কশিট প্রদানসহ পাঁচ দফ দাবী তুলে ধরে বক্তব্য দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে