৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২; সময়: ৬:১৯ অপরাহ্ণ |
খবর > খেলা
৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম

পদ্মাটাইমস ডেস্ক : বিপিএল চলাকালীন সময়ের মধ্যেই দেশের ক্রিকেটাঙ্গনে আলোড়ন শুরু হয়ে গেছে তামিম ইকবালের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে। ২০২০ সালের মার্চের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি তামিম। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজ থেকেই সরে দাঁড়ান তিনি। অবশেষে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন টাইগার এই ওপেনার।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় অনুশীলন করবে তামিমের দল মিনিস্টার ঢাকা। অনুশীলন শুরুর আগে গণমাধ্যমকে তামিম ইকবাল জানিয়েছেন, আগামী ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতি নিতে চান তামিম। দল চাইলে বিশ্বকাপের আগে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। তাহলে কি টি-টোয়েন্টি ছেড়েই দিলেন তামিম?

তামিম বলেন, আগামী ৬ মাস আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাবছি না। সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে আমার সম্পূর্ণ মনোযোগ থাকবে ওয়ানডে ও টেস্ট ম্যাচ নিয়ে।

এরপরও এই ফরম্যাটে ফিরবেন কি না তাও নিশ্চিত করেননি ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, ছয় মাস পর যদি দলে আমার প্রয়োজন অনুভব হয় তাহলেই ফেরার ব্যাপারে চিন্তা করবো। যদি দেখি যারা আছে তারা ভালো খেলছে, তাহলে হয়তো এই ফরম্যাটে আর ফিরবো না।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিম ইকবাল তাকে জানিয়েছেন যে তিনি আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে চান না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে