রাজশাহীতে ৭০ শতাংশ ছাড়ালো করোনা সংক্রমণ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২; সময়: ১১:৩১ অপরাহ্ণ |
রাজশাহীতে ৭০ শতাংশ ছাড়ালো করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এবার ৭০ শতাংশ ছাড়িয়েছে করোনাভাইরাস সংক্রমণের হার। বৃহস্পতিবার রাজশাহীর দুইটি ল্যাবে ৩৪৫ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। এদিন ৪৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

এর আগের দিন সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে ৩০৪ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। এদিন ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ।

ল্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৫৮ জনের শরীরে। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ২৮৭ জনের শরীরে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে