পুঠিয়ায় ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন গৃহসমূহ পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২; সময়: ৮:০১ অপরাহ্ণ |
পুঠিয়ায় ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন গৃহসমূহ পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ে নির্মাণাধীন গৃহসমূহ পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে পুঠিয়া উপজেলার কান্দ্রা এলাকার হযরত শাহ মাখদুম (রহ:) আশ্রয়ণ প্রকল্প ও বারইপাড়ার তালুকদারগ্রাম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি। পুঠিয়া উপজেলাতে ৩য় পর্যায়ে ১৮০টি গৃহ নির্মাণাধীন রয়েছে। পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, পুঠিয়া সার্কেল অফিসার ইমরান জাকারিয়া, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) অভিজিত সরকার, পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ, উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে