শিবগঞ্জ ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২; সময়: ৮:০৪ অপরাহ্ণ |
শিবগঞ্জ ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক আবদুল খালেক বাবুর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কয়লার মাঠ-জালসুখার বিলে।

শনিবার বিকেলে পুকুর খননকারী শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে আবদুস শুকুর জানান, গত ২ জানুয়ারী চকপাড়া গ্রামের সেরাজুল ইসলামের নিকট হতে বাৎসরিক ২৫ হাজার টাকা দরে চার বিঘা জমি বর্গা নিয়ে ও নিজেদের আরো ১৪ বিঘা জমিসহ মোট ১৮ বিঘা জমিতে পুকুর খননের কাজ শুরু করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির গাড়ি চালক আবদুল খালেক বাবু মৌখিকভাবে কাজে বাধা দিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। তার কথা মত গত ৬ জানুয়ারী উপজেলা পরিষদ চত্বরে একটি চায়ের দোকানের পেছনে বাবুর হাতে ২০ হাজার টাকা প্রদান করা হয়। দুদিন পর আরও দেয়া হয় ৩০ হাজার টাকা।

কিন্তু এতেও তিনি ক্ষ্যান্ত হননি, দাবি করে আরও ৫০ হাজার টাকা। কথোপকথনের আবদুস শুকুরের একটি অডিও রেকর্ড সংরক্ষণ রয়েছে। তিনি আরও জানান, গত ২৪ জানুয়ারী হঠাৎ করে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ৮ থেকে ১০ জন গ্রামপুলিশ চেয়ারম্যানের অজুহাত দিয়ে পুকুর খননে বাঁধা দিয়ে ড্রেজারের ব্যাটারি ও চাবি নিয়ে যান।

এ বিষয়ে দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা জানান, স্থানীয় লোকজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে গ্রাম পুলিশ দিয়ে ড্রেজারে ব্যাটারি ও চাবি আনা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সাথে আলোচনা হয়েছি। তিনি চাবি দিতে নিষেধ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক আবদুল খালেক বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি বলেন, অবৈধভাবে কোন পুকুর খনন করতে দেয়া যাবে না। চালকের টাকা নেওয়ার বিষয়ে তিনি অবগত নন। তবে প্রমাণ সাপেক্ষে অভিযোগ দিলে চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে