করোনার বুস্টার ডোজ দেওয়ার বয়স কমে ৪০

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২; সময়: ১২:১৯ অপরাহ্ণ |
করোনার বুস্টার ডোজ দেওয়ার বয়স কমে ৪০

পদ্মাটাইমস ডেস্ক : করোনা সংক্রমণ রোধে বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৪০ বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে। পাশাপাশি ১২ বছরের উর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বুস্টার ডোজের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে আমরা ৫০ বছর বয়সীদের বুস্টার ডোজের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেভাবে ফল পাওয়া যায়নি। তাই এখন থেকে ৪০ বছর বয়সের ওপরের সবাইকেই বুস্টার ডোজ দেওয়া হবে।

করোনার ভয়াবহতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়েছে ২০ গুণ ও মৃত্যু বেড়েছে ৪ গুণ, করোনাকে মৃদু বলা যাবে না। এক মাসে ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে শুধু শিক্ষার্থী নয়, ১২ বছরের উর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে