বিধিনিষেধ অমান্য করেই চলছে ক্লাস-পরীক্ষা ও কোচিং

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২; সময়: ৪:৪৯ অপরাহ্ণ |
বিধিনিষেধ অমান্য করেই চলছে ক্লাস-পরীক্ষা ও কোচিং

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বিস্তার ঠেকাতে গত ২১ জানুয়ারী থেকে আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্কুল-কলেজের পাশাপাশি সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

কিন্তু সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করেই নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে চলছে নবম ও দশম শ্রেণির সাপ্তাহিক পরিক্ষা। শুধু তাই নয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুলেই চলছে প্রাইভেট কোচিং।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিষেধাজ্ঞার মধ্যেই শিক্ষার্থীরা সশরীরে স্কুলে গিয়ে ক্লাস করছে। মানছে না কোন স্বাস্থ্যবিধি। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকরাও এই বিষয়ে উদাসীন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানায়, আমাদের স্কুল বন্ধের কোনো কথা আমরা জানিনা। আমাদের পরীক্ষা চলছে। স্যারেরা ক্লাসও নিচ্ছেন। এছাড়াও আমাদের প্রাইভেট ও চালু আছে।

কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এর আগে প্রায় দেড় বছর লকডাউনের মধ্যে কাটলো। আবারও এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। এমন অবস্থায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এজন্য তাদের স্বাস্থ্যবিধি মেনে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হচ্ছে এবং প্রাইভেট পড়ানো হচ্ছে।

এ বিষয়ে বিদ্যলয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, অনলাইনে ক্লাস নেওয়ার কথা সরকারী নির্দেশনা মোতাবেক বলা হলেও আমাদের অনেক শিক্ষার্থী সেখানে যুক্ত থাকতে পারে না। যার জন্য অনলাইনে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আর এই করোনার কারণে শিক্ষার্থীরা ইতিমধ্যে অনেক পিছিয়ে পড়েছে। যার জন্য তাদের পড়াশোনার ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে পরীক্ষা ও প্রাইভেট কোচিং চলছে।

করোনা সংক্রমণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ছাত্ররা সবখানেই ঘোরাফেরা করছে। বাজার-হাটে চলাফেরা করছে। সেখান থেকেও তাদের করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে