ভারতে করোনায় এক দিনে দুই লক্ষাধিক শনাক্ত, মৃত্যু ৮৯৩

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২; সময়: ৫:৪৫ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে করোনায় এক দিনে দুই লক্ষাধিক শনাক্তভারতে করোনায় এক দিনে দুই লক্ষাধিক শনাক্ত। বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৩৪ হাজার ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৮৩ জনের, মারা গেছেন ২৮ জন। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৪১ শতাংশ। কেরালায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮১২ জনের, মারা গেছেন আটজন। কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৩৩৭ জনের, মারা গেছেন ৭০ জন। মিজোরামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৩ জনের, মারা গেছেন চারজন। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৯৭১ জনের, মারা গেছেন ৬১ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১০ লাখ ৯২ হাজার ৪২২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৯৪ হাজার ৯১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে