রাজশাহীতে শীতার্ত মানুষের পাশে জামিল ব্রিগেড

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২; সময়: ৭:৪২ অপরাহ্ণ |
রাজশাহীতে শীতার্ত মানুষের পাশে জামিল ব্রিগেড

নিজস্ব প্রতিবেদক : কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই।

কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।

এবার এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে রাজশাহীতে করোনাকালে মানুষকে বিভিন্ন সেবাদানকারী সংগঠন শহিদ জামিল ব্রিগেড। রবিবার সন্ধ্যায় শহিদ জামিল আক্তার রতন স্মৃতি সংসদে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে এ সংগঠনটি।

জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু জানান, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নির্দেশনায় করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমরা শীতার্ত দরিদ্র মানুষের পাশেও দাঁড়িয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, শহিদ জামিল ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, ব্রিগেডের সদস্য আব্দুল খালেক বকুল, মাসুম আক্তার অনিক, মোশারোফ হোসেন, কামরুল হাসান সুমন, বিশু শেখ, ইফতিক হাসান প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে