রাজশাহীতে ২ ছিনতাইকারি গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২; সময়: ১১:০৩ অপরাহ্ণ |
রাজশাহীতে ২ ছিনতাইকারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। সেই সাথে ছিনতাইকৃত মোবাইলসহ ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল আটক করা হয়েছে। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কর্নহার থানার ওসি ইসমাইল হোসেন।

তিনি জানান, আরএমপি কর্ণহার থানার বেজোড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি ইসলাম (২৮) গত ২৮ জানুয়ারি সন্ধ্যার পর বাইসাইকেল যোগে বাড়ী হতে দারুশা বাজারে যাওয়ার পথে জাব্বারের ঔষধ এর ফার্মেসির সামনে পৌঁছালে পিছনদিক থেকে একটি মটোরসাইকেলে তিন ছিনতাইকারি রনি ইসলামের হাতে থাকা একটি স্যামসং গ্যালাক্সি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ সময় রনি ইসলামের চিৎকারে বাজারে টহলরহ পুলিশ মটোর সাইকেল আটক করার চেষ্টা করলে ছিনতাইকারীরা দিকবিদিক দৌড়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের ব্যবহৃত মটোর সাইকেলটি পুলিশ উদ্ধার করে জব্দ করে। পরে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কর্ণহার থানা পুলিশ রেজিস্ট্রেশন বিহীন মটোর সাইকেলটির চেসিস ও ইঞ্জিন নাম্বারে সূত্র ধরে আসামীদের নাম ঠিকানা এবং আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে ও দুই ছিনতাইকারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পবার দুয়ারি এলাকার মানিক মিয়ার ছেলে নাইমুর রহমান দীপ্ত (২৬) ও ধর্মহাট মধ্যপাড়ার মোস্তাকিম আলীর ছেলে আহম্মেদ আলী সাগর (২১)। এদের মধ্যে নাইমুরকে রাজশাহীর তানোর থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয় এবং আসামীর হেফাজত হতে ছিনতাইকৃম মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামী পিল্লাপাড়ার মহিদুল ইসলামের ছেলে রাসেল আহম্মেদকে (২৫) গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে