অশ্লীল চ্যাটিং, কলকাতা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২; সময়: ১২:০৬ পূর্বাহ্ণ |
অশ্লীল চ্যাটিং, কলকাতা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার

পদ্মাটাইমস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অশ্লীল চ্যাটিং’ ও একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে নিযুক্ত এক কূটনীতিককে প্রত্যাহার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করেছে মন্ত্রণালয়। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত কলকাতার ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদেরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। সানিউলকে কলকাতায় পদায়ন করার প্রায় ৯ মাস পর তাকে ঢাকায় ফেরত আনা হলো।

তৌফিক হাসান জানান, সানিউলকে গত ২৬ জানুয়ারি সড়কপথে ঢাকায় ফেরত পাঠানো হয়। তিনি আরও জানান, গত ২৫ জানুয়ারি তারা ওই চ্যাটিং সম্পর্কে জানতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতায় নিযুক্ত বাংলাদেশের একজন কূটনীতিক বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওই চ্যাট ও ভিডিও সম্পর্কে জানানো হয়েছে এবং বিষয়টি জানার ২৪ ঘণ্টার মধ্যে সানিউলকে ঢাকায় ফেরত পাঠানো হয়।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে