রাজশাহীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২; সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ |
রাজশাহীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে পুলিশের নামে চাঁদাবাজীর অভিযোগে এক চাঁদাবাজকে গেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত বাবু ওরফে কট্টি বাবু (৩৮)। বোয়ালিয়া মডেল থানার নবাবজান শেখের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, কতিপয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা মিলে নগরীর সাহেব বাজারস্থ আবাসিক হোটেল থেকে গোয়েন্দা পুলিশের নামে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলো। একজন আবাসিক হোটেল মালিকের এমন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম তথ্য প্রমানসহ চাঁদাবাজদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে।

এরপর তারা গত শনিবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ১০ টায় ছদ্মবেশে হোটেল সুরমায় অবস্থান নেয়। এসময় চাঁদাবাজ বাবু ওরফে কট্টি বাবু হোটেল সুরমায় চাঁদাবাজীর জন্য আসলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত আসামী বাবু জিজ্ঞাসাবাদে জানায়, সে তার অন্যান্য সহযোগিদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা পুলিশের নাম ব্যবহার করে বিভিন্ন আবাসিক হোটেলসহ সাহেব বাজারের কাঁচা বাজার, জুতা পট্টি, মনি চত্ত্বর, জিরো পয়েন্ট ও পদ্মা গার্ডেন এলাকায় চাঁদাবাজী করে আসছিলো। বাবুর অন্যান্য সহযোগি চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী বাবুর বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য, ছিনতাই, দ্রুত বিচার ও চাঁদাবাজির একাধিক মামলা আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে