শিবগঞ্জে দেড় লাখ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২; সময়: ৬:৩১ অপরাহ্ণ |
শিবগঞ্জে দেড় লাখ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় লাখ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে মোট দেড় লাখ মাস্ক সাধারণ মানুষের মধ্যে বিতরণ শুরু হয়েছে। এই কার্যক্রমে উপজেলা প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। পরে ভ্যান-রিকশা, অটো চালকসহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে