দুর্গাপুরে নকল সিগারেট বিক্রির অপরাধে ১ জনের অর্থদন্ড

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২; সময়: ৭:০৯ অপরাহ্ণ |
দুর্গাপুরে নকল সিগারেট বিক্রির অপরাধে ১ জনের অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার সিংগা বাজারে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট বিক্রির অপরাধে এক ব্যক্তির ১০হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। অর্থদন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মামুনুর রশিদ (২৭)। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর খুঁটিপাড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, প্রতারক মামুনুর রশিদ সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট একটি ভালমানের কোম্পানীর প্যাকেটে ভরে হাটবাজারের দোকানে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা ১১টার দিকে ১০হাজার ৫০০ পিস নকল সিগারেট সহ প্রতারক মামুনুর রশিদকে আটক করে পুলিশ।

পরে তাকে ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে নকল সিগারেট বিক্রির অপরাধে দশ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ। এদিকে, উদ্ধারকৃত নকল ১০হাজার ৫০০শ পিস নকল সিগারেট আগুনে পুড়িয়ে ফেলা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে