সাবেক এমপি ফারুকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও দোয়া

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২; সময়: ৭:২৮ অপরাহ্ণ |
সাবেক এমপি ফারুকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : দুর্গাপুরে সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এর সমাধি স্থলে শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এ্যাড. তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এর তৃতীয় প্রয়ান দিবসে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন ও সাধারন জনগন মরহুমের সমাধিস্থলে বিনম্র শ্রদ্ধা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

৩১ জানুয়ারী সোমবার দুপুরে তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে মরহুমের সমাধিস্থল দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে বিনম্র শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু শ্রী অনিল সরকার, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ ফখরুল ইসলাম, মরহুমের পুত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, মরহুম তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক স্মৃতি সংরক্ষণ পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম তাপস, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি নাজমা বেগম, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস, চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মন্ডল, ঝালুকা ইউপি চেয়ারম্যান আকতার আলী, কিসমত গগনকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কবিরুল ইসলাম আনিস, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু সহ রাজশাহী জেলা ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের পরিবারবর্গের সদস্যগণ, এলাকাবাসী সহ সর্বস্তরের সকল শ্রেনী পেশার সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে