৩৬ হাজার শিক্ষক পেলেন নিয়োগপত্র

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
৩৬ হাজার শিক্ষক পেলেন নিয়োগপত্র

পদ্মাটাইমস ডেস্ক : সারাদেশে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্বাচিত ৩৬ হাজার শিক্ষক নিয়োগপত্র পেয়েছেন। সোমবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই নিয়োগপত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, মানসম্মত শিক্ষার বড় একটি ধাপ হচ্ছে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ দেওয়া। আমরা এবার সরকারি-বেসরকারি স্কুলে সম্পূর্ণ স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ দিতে সক্ষম হয়েছি। একটা সময় শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ইচ্ছামতো শিক্ষক নিয়োগ দিতো। সেটি নিয়ে নানা ধরনের অভিযোগ পাওয়া যেত, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। গত দুই বছর আগের পিএসসি থেকে দুই হাজার ১৫৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও দুই হাজার ৬৫ জনের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাওয়ায় তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, পর্যাপ্ত আবেদন না থাকায় ১৫ হাজার ২২৫ পদে সুপারিশ করা হয়নি। ফেব্রুয়ারি মাসে এসকল শূণ্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে।

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেদেকে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে নিয়োগ প্রাপ্তদের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে সচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করে যাচ্ছে বর্তমান সরকার। ভয় না পেয়ে প্রযুক্তিকে কাজের হাতিয়ার হিসেবে নেয়ার জন্যও আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসময় শিক্ষা দানের উপর আরও যত্নশীল হওয়ার আহ্বানও জানান তিনি।

এর আগে, এমপিও ভূক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূণ্যপদে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য গত বছর ৩০শে মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসি। কিন্তু নিয়োগ সংক্রান্ত নানা জটিলতায় বিষয়িটি আদালতে গড়ায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে