রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির আরও অবনতি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২; সময়: ৯:৫২ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির আরও অবনতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫২ জনের নমুনা পরীক্ষায় ৯৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি বগুড়া জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট ১ হাজার ৭০৬ জন করোনায় মারা গেছেন। এর আগের দিন চারজনের মৃত্যু হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরের পর এটিই ছিল এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৩৭ দশমিক ৪৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯৪ জনের মধ্যে পাবনায় সর্বোচ্চ ২৪১ জন, রাজশাহী জেলায় ২৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন, নাটোরে ৮৫ জন, নওগাঁয় ৮৬ জন, সিরাজগঞ্জে ১৩১ জন, বগুড়ায় ১২৬ জন ও জয়পুরহাটে ৪৭ জন আছেন।

রাজশাহী বিভাগে ২০২০ সালের ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে মোট ১ লাখ ৯ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ৬৩ জন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে