ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২; সময়: ৩:৩৯ অপরাহ্ণ |
ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

পদ্মাটাইমস ডেস্ক :  ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় আবু সাইদ (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক, জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন। মামলায় অপর আসামি আসাদুজ্জামান ও সোলেমান আলীকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আবু সাইদ হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বদরুল ইসলামের ছেলে। খালাসপ্রাপ্ত আসাদুজ্জামান ও সোলেমান আলী হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখর কুমার রায় জানান, ২০১৮ সালের ২ জুলাই গ্রামীণ ব্যাংকের রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সপাল অফিসার হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন সোনালী ব্যাংকের নেকমরদ শাখা থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে নেকমরদ থেকে মহারাজা হাটের উদ্দেশ্যে রওনা হন।

এরপর তারা দূর্লভপুর নামক স্থানে পৌঁছালে আসামি আবু সাইদ দ্রুতগামী মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে আগ্নেয়াস্ত্র দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে তাদের ভয় দেখিয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেনের চিৎকার দিতে দিতে তাদের ধাওয়া করতে থাকে।

এরপর আরাজি চন্দনহাট গ্রামে পৌঁছালে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আবু সাইদ ও আসাদুজ্জামান লিটনকে আটক করে।

আবু সাইদ এর কাছ থেকে ম্যাগজিনসহ একটি আগ্নেয়াস্ত্র ও গুলি এবং আসাদুজ্জামান লিটনের কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করা হয়।

পরে রাণীশংকৈল থানায় এসআই আসগর আলী বাদী হয়ে একটি অস্ত্র মামলা ও রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সপাল অফিসার হারুন অর রশিদ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে