লরির ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২; সময়: ৩:৩২ অপরাহ্ণ |
লরির ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

পদ্মাটাইমস ডেস্ক : কুমিল্লা বুড়িচংয়ে লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মোরশেদ (২২) ও আনন্দ (১৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল ও লরিটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দ্রুতগতির মোটরসাইকেলটি পাশ কেটে যাওয়ার সময় লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। আইননানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে