রাজশাহীতে মাস্টার্স প্রথম পর্বের অনাকাঙ্খিত ফলাফলের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২; সময়: ১:৪৭ অপরাহ্ণ |
রাজশাহীতে মাস্টার্স প্রথম পর্বের অনাকাঙ্খিত ফলাফলের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের অনাকাঙ্খিত ফলাফলের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একই সাথে দ্রুত সময়ে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবিতে মাস্টার্স শেষ বর্ষের সাথে ভর্তির সুযোগের জানানো হয়েছে মানব বন্ধন হতে।

মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্সের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে তারা দাবি জানান ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফলাফলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কৃতকার্য শিক্ষার্থীদের সাথেই ভর্তির সুযোগ করে দেয়া ও যে কোন শর্তে মাস্টার্স শেষবর্ষে ভর্তির সুযোগ করে দেওয়া।

এছাড়াও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবর দ্রুত সময়ে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবিতে মাস্টার্স শেষ বর্ষের সাথে ভর্তির সুযোগের দাবিতে একটি স্মারক লিপি প্রদান করে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা পাঁচটি দাবি উল্লেখ করেন। দাবিগুলো হলো ১. আমরা প্রিলি – টু – মাস্টার্স ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী । ২০১৭ সালে আমরা ডিগ্রী পাশ করেছি । ২ বছর সেশনজোট এবং করোনা ব্যধির জন্য ২ বছর আবার সেশনজোট মোট ৪ বছর সেশন জোটে কবলিত আমরা । ২০২২ সালে আমাদের মাইটার্স প্রথম বর্ষ রেজাল্টে গণহারে ফেল দেখানো হয়েছে । ইতিমধ্যে মাস্টার্স ১ ম বর্ষেই ৫ বছর শেষ আমাদের । অবিলম্বে এর প্রতিকার চাই ।

২. বর্তমানে ২০১৭-১৮ মাস্টার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীরা আমরা হতাশায় ভুগছি । আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছে । আমাদের সব স্বপ্ন আশা শেষ হতে চলেছে । আমাদের সকলের জীবন প্রায় নষ্টের পথেই । তাই উল্লেখিত বিষয়টি শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই ।

৩. ২০১৭-১৮ শেষনের মাস্টার্স ১ ম বর্ষের শিক্ষার্থীদের আকুল আবেদন আমাদের মাস্টার্স ২ য় বর্ষে উত্তীর্ণ করা হোক আমরা অকৃতকার্য্য বিষয়ে পুনরায় পরীক্ষা দিবো । ১ মাসের মধ্যে অর্থ ছাড়া সীমিত সিলেবাসে পুনরায় অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়া হোক ।

৪। মাননীয় প্রধানমন্ত্রী , শিক্ষামন্ত্রী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান , আপনাদের উদ্দেশ্য জানায় যে , করোনা ব্যধি এবং সেশনজোটের কারণের প্রায় ৫ বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে , আমাদের সকল শিক্ষার্থীদের জীবনে বিপর্যয় নেমে এসেছে । কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন ।

৫। মাস্টার্স প্রথম পর্বের রেজাল্টন্ট কোন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় গ্রহণ যোগ্যতা নেই শুধু মাত্র শেষ বর্ষে উত্তীর্ণ হওয়ার প্রয়োজন । সুতরাং মাস্টার্স শেষ বর্ষে যে কোন শর্তে ভর্তির সুযোগ করে দেওয়া হোক এবং এর জোর দাবি জানাচ্ছি ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে