নওগাঁয় চালের বাজারে প্রশাসনের অভিযান

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২; সময়: ৬:১৭ অপরাহ্ণ |
নওগাঁয় চালের বাজারে প্রশাসনের অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ধান-চালের বাজার দর স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে প্রশাসন। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে খাদ্যমন্ত্রী কঠোর হুশিয়ারী দেয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসনের কর্মকর্তারা। মজুদ ও দর পরিস্থিতি যাচাইয়ে অভিযান করছেন তারা।

বুধবার বিকেল ৩ টার দিকে নওগাঁর সর্ববৃহৎ পাইকারি চালের আড়ত আলুপট্রি বাজার ও গোস্তহাটির মোড়ে খুচরা চাল বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নের্তৃত্ব দেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

এসময় চালের বিভিন্ন আড়ত ও খুচরা বাজার ঘুরে মজুদ পরিস্থিতি ও দাম যাচাই করেন জেলা প্রাশাসক। অভিযান চলাকালে চাল ব্যবসায়ীরা অবৈধ মুনাফা আদায় না করে চালের বাজার স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতি দেন।

অভিযানে জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, নওগাঁ জেলা ধান্য চাউল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা চন্দনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁর জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির বলেন, প্রতিনিয়ত প্রতিবেদন নেওয়া হচ্ছে কার কাছে কতটুকু মজুদ আছে। এছাড়া প্রতিদিনই প্রায় অভিযান চালানো হচ্ছে আরত এবং মিলগুলোতে। যেখানে অবৈধ মজুদ পাওয়া যাচ্ছে সেখানে জরিমানা আদায় করা হচ্ছে। ইতিমধ্যেই নওগাঁর বেশ কয়েকটি মিলে জরিমানা আদায় করা হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, অসাধু ব্যবসায়ীদের একটি দল সম্পূর্ণ অযৌক্তিকভাবে চালের মূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে। আর সাধারণ ক্রেতারা পড়েন কষ্টে। সরকার এ ব্যাপারে কঠোর। জেলা প্রশাসন এ ধরণের ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে নওগাঁয় চালের বাজার স্থিতিশীল রয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারের মজুদ এখন রেকর্ড পরিমান। দেশে চালের ঘাটতি নেই। মাননীয় খাদ্যমন্ত্রী ইতোমধ্যে রাজশাহী ও রংপুরে মিলমালিক ও চাল ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। আশা করছি চালের বাজার স্থিতিশীল থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে