বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের ভেন্যু ঘোষণা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২; সময়: ৬:৩৭ অপরাহ্ণ |
খবর > খেলা
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের ভেন্যু ঘোষণা

পদ্মাটাইমস ডেস্ক : চূড়ান্ত হলো বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি ও ভেন্যু। বুধবার আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এই সূচি প্রকাশ করে। চারটি ভেন্যুতে ১৮ই মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত সফরের সূচি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে আগামী মার্চে দেশটিতে সফর করবে বাংলাদেশ।

১৮ই মার্চ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০শে মার্চ জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে, আর ২৩ই মার্চ আবার সেঞ্চুরিয়নে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

৭ দিন বিরতি দিয়ে ৩১শে মার্চ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ডারবানে। আর ৮ই এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে পোর্ট এলিজাবেথের কেবেরায়।

টেস্টগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ওয়ানডেগুলোও খেলা হবে সুপার লিগের আওতায়। এবার দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সেঞ্চুরিয়নে বাংলাদেশ ওয়ানডে খেলবে এই প্রথমবার। জোহানেসবার্গে একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিল তারা সেই ২০০৩ বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আগের ৩ সফরে মূল ভেন্যুগুলোর মধ্যে কেবল সেঞ্চুরিয়নেই একটি টেস্ট খেলতে পেরেছিল বাংলাদেশ ২০০৮ সালে। বাকি ম্যাচগুলি ছিল দুটি করে ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুমে, একটি ইস্ট লন্ডনে।

দক্ষিণ আফ্রিকায় ৬ টেস্ট ও ১৩ ওয়ানডে খেলে কোনো ম্যাচ জয়ের স্বাদ এখনও পায়নি বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে: ১৮ মার্চ, সেঞ্চুরিয়ন।

দ্বিতীয় ওয়ানডে: ২০ মার্চ, জোহানেসবার্গ।

তৃতীয় ওয়ানডে: ২৩ মার্চ সেঞ্চুরিয়ন।

টেস্ট সিরিজের সূচি:

প্রথম টেস্ট: ৩১ মার্চ, ডারবান।

দ্বিতীয় টেস্ট: ৮ এপ্রিল, কেবেরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে