নাটোরের উত্তরা গণভবনের সুবর্ণজয়ন্তী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২; সময়: ৬:৪৪ অপরাহ্ণ |
নাটোরের উত্তরা গণভবনের সুবর্ণজয়ন্তী

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের উত্তরা গণভবনের সুবর্ণজয়ন্তী আজ। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ফুলে ফুলে সাজানো হয়েছে গণভবন প্রাঙ্গণ।

করোনায় সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে উত্তরা গণভবনে সুবর্ণজয়ন্তী। ফুলে ফুলে সাজানো হয়েছে ৪১ একর জায়গায় নির্মিত গণভবন প্রাঙ্গণ।

১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া গভর্নর হাউজকে উত্তরা গণভবন বলে ঘোষণা করেন। একই বছর এখানে মন্ত্রিসভার বৈঠকও বসে। ঢাকার বাইরে এটিই একমাত্র প্রধানমন্ত্রীর বাসভবন এবং অফিস। তবে, ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর এই বাসভবনে তেমন কোনও কার্যক্রম নেই। ৫০ বছরে মাত্র দুই মন্ত্রিসভার বৈঠক হয়েছে এখানে।

বঙ্গবন্ধুর পর ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসানার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার বৈঠক হয় এখানে। ফলে গণভবনকে ঘিরে নাটোরের মানুষের যে প্রত্যাশা ছিল, তা আজও পূরণ হয়নি।

গণভবন প্রাঙ্গণে সারা বছরই পর্যটক ও দর্শণার্থীদের ভিড় লেগে থাকে। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঘুরতে আসা দর্শণার্থীরা বলেন, গণভবনকে ঘিরে বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিল। এখানে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলে নাটোর তথা উত্তরের জনপদের আরও উন্নয়ন ত্বরান্বিত হবে।

গণভবনে পুনরায় মন্ত্রিসভার বৈঠক বসা সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আমরা আশা করি, নাটোরবাসীদের অনুভূতির প্রতি সাড়া দিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে