ট্রেনে-প্ল্যাটফর্মে ধূমপান নিষিদ্ধ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ট্রেনে-প্ল্যাটফর্মে ধূমপান নিষিদ্ধ

পদ্মাটাইমস ডেস্ক : ধূমপান মুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এখন থেকে রেল স্টেশনের প্লাটফর্ম এবং ট্রেনের ভেতর ধূমপান করলে শাস্তি নিশ্চিত করা হবে। বলেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সকালে রাজধানীর রেলভবনে ইনিশিয়েটিভ টু মেক বাংলাদেশ রেলওয়েজ টোব্যাকো ফ্রি’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে রেল কর্তৃপক্ষ এক প্রতিবেদন তুলে ধরে জানায়, ধূমপায়ী যাত্রীদের ৮৪ শতাংশ রেল স্টেশনে ধূমপান করে থাকে। তাদের ৯১ শতাংশ স্টেশনে খুচরা বিড়ি সিগারেট কিনে। এছাড়া ধূমপায়ী যাত্রীদের ৫৯ শতাংশ ট্রেনে ধূমপান করে। তাদের ৯৪ শতাংশ ট্রেনে খুচরা বিড়ি সিগারেট কিনে থাকে। অধূমপায়ী যাত্রীদের ৯৩ শতাংশ স্টেশনে এবং ৭৩ শতাংশ ট্রেনে পরোক্ষ ধূমপানের শিকার। ট্রেনে ও ওয়াশরুমে ও দুটি কামরার মধ্যবর্তী স্থানে বেশি ধূমপান হয়।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেলস্টেশন তামাকমুক্ত রাখার জন্য আইনের যথাযথ প্রয়োগ করা হবে। প্রয়োজনে শাস্তির বিধানও রাখা হয়েছে। সবাইকে এবিষয়ে সচেতন হওয়ার আহবান জানান মন্ত্রী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে