গৃহকর্মী নিয়োগে পিবিআইয়ের ৬ সুপারিশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
গৃহকর্মী নিয়োগে পিবিআইয়ের ৬ সুপারিশ

পদ্মাটাইমস ডেস্ক : ধানমন্ডির এক বাসায় গৃহকর্মীর হাতে জোড়া খুনের একটি মামলার তদন্ত শেষে পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গৃহকর্মী (গৃহপরিচারক-পরিচারিকা) নিয়োগে ছয়টি সুপারিশ তুলে ধরেছে।

পিবিআইয়ের দাবি, গৃহকর্মী সেজে অপরাধী ঢুকে পড়ছে বাসায়। চুরি হচ্ছে মূল্যবান জিনিসপত্র। অনেক ক্ষেত্রে কথিত গৃহকর্মীর হাতে প্রাণ হারাতে হচ্ছে গৃহকর্তার।

বুধবার (৯ ফেব্রুয়ারি) পিবিআই সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন পিবিআই অর্গানাইজড ক্রাইম ইউনিটের (উত্তর) পুলিশ সুপার আহসান হাবীব পলাশ।

গৃহকর্মী (গৃহপরিচারক-পরিচারিকা) নিয়োগে পিবিআইয়ের সুপারিশগুলো হলো:

১. নিয়োগের আগে নাম-ঠিকানা যাচাই করতে হবে।

২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে।

৩. অপরিচিত কাউকে হঠাৎ বাসায় কাজের লোক হিসেবে না নেওয়া।

৪. দীর্ঘদিনের কাজের লোককে অতিরিক্ত বিশ্বাস না করে তার দিকে নজর রাখা।

৫. মোবাইল নম্বরে কল দিয়ে যাচাই করা।

৬. মোবাইলে ছবি তুলে রাখা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে