রাজশাহীতে দিনভর থাকবে মেঘলা আকাশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২; সময়: ১২:৪২ অপরাহ্ণ |
রাজশাহীতে দিনভর থাকবে মেঘলা আকাশ

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহীতে দেখা নেই সূর্যের। মধ্য রাত হতে আকাশ মেঘলা দিলে রাতেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়। পরে সকাল ৭ টার দিকে পুনরায় বৃষ্টি শুরু হয়।

আবাহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় মেঘের উপস্থিতি বেড়েছে। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। ফলে সূর্যের দেখা মিলছে না। সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস। দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভবনা রয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দ্ইু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারি রহিদুল ইসলাম জানান, রাজশাহীতে দুপুর সাড়ে ১১ টায় সূর্যের তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রী সেলসিয়াস। সারাদিন এমন তাপমাত্রা বা কিছুটা বাড়তে পারে। বিকেল ৪ টা পর্যন্ত সূর্যের দেখা না মিলতে পারে বলে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে|

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে