গরু পাচার মামলায় অভিনেতা দেবকে তলব

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২; সময়: ২:০৬ অপরাহ্ণ |
খবর > বিনোদন
গরু পাচার মামলায় অভিনেতা দেবকে তলব

পদ্মাটাইমস ডেস্ক : গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ-অভিনেতা দেবকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ৯ ফেব্রুয়ারি নোটিশ পাঠানো হয় তাকে।

নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য।

গরু পাচারকাণ্ডে সাংসদ-অভিনেতা দেব সরাসরি যুক্ত কি না, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে, কিছু মানুষের সাক্ষ্যর ভিত্তিতে দেবের নাম উঠে এসেছে।

ঘটনাটি তদন্তে ইতোমধ্যে রাজ্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা ও ইনস্পেক্টরকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি।সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, গরু পাচারে লাভের টাকার ক্ষেত্রে কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ স্পষ্ট হয়েছে।

নোটিশ নিয়ে কোনো মন্তব্য করেননি তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। দীপক অধিকারী দেব ওরফে দেব ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে অভিষেক করেছিলেন। তারকা খ্যাতি পান ‘আই লাভ ইউ’ সিনেমায় অভিনয় করে।

দুই দশকে সবচেয়ে সফল তারকা বলে খ্যাতি পেয়েছেন দেব। তার ঝুলিতে আছে ‘মন মানে না’, ‘প্রেমের কাহিনী’, ‘চ্যালেঞ্জ’, ‘পাগলু’, ‘বলো না তুমি আমার’, ‘চাঁদের পাহাড়’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা।

রাজনীতিতেও বেশ সক্রিয় আছেন দেব। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে অংশ নেন তিনি। ঘাটাল আসন থেকে জয়লাভ করে সেই দায়িত্ব পালন করে আসছেন দেব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে