ভালোবাসার তিন মুহূর্তের গল্প

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২; সময়: ২:৫৭ অপরাহ্ণ |
খবর > বিনোদন
ভালোবাসার তিন মুহূর্তের গল্প

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। ‘কে কখন কীভাবে’ শিরোনামে তিনটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য তিনটি। গল্পগুলো হলো—‘হট প্যাটিস’, ‘ব্ল্যাক বক্স’ ও ‘অপ্রকাশিত’। হট প্যাটিসে অভিনয় করেছেন সালমান মুক্তাদির ও সাবিলা নূর, ব্ল্যাক বক্সে ইয়াশ রোহান ও সামিরা মাহি এবং অপ্রকাশিত সিনেমায় ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিণ। ১৫-২০ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য তিনটি দেখা যাবে ১৪ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনে রাত ১০টা ৩০ মিনিটে।

পরিচালক রানা বলেন, ‘গল্প তিনটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের মতো। সম্পর্কের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ। তিন মুহূর্তের গল্প। এমন গল্প হয়তো আগে কেউ দেখেননি। গল্পের বিষয় ‘প্রেম’। দুজন প্রেমে পড়ে, ভালোবাসা শুরু হয়। ভুল-বোঝাবুঝি, বিচ্ছেদ, মাঝখানে পরিবার, বন্ধু, অনেক কিছুই থাকে। আমরা এখানে দুজন মানুষের সম্পর্কের কয়েকটা ধাপ যেমন—সন্দেহ, বিরহ অথবা বিচ্ছেদ, অথবা ভালো লাগার মুহূর্ত কেমন হতে পারে, সেই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করেছি।’

অভিনেত্রী সাবিলা নূর বলেন, ‘গল্পটা ইন্টারেস্টিং। পুরো গল্পের শুট হয়েছে একটা স্পটের মধ্যে। কথোকপথনের ওপরেই গল্পটা। সালমানের সঙ্গে অনেক বছর পর কাজ করা হলো। রানা ভাই আমার পছন্দের একজন পরিচালক।’

কে কখন কীভাবে—তিনটি গল্প তিন দিনে শুটিং হয়েছে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা ও বিশ্বরোডে। কে কখন কীভাবে নিয়ে সিরিজ করার পরিকল্পনা আছে পরিচালক শাফায়েত মনসুর রানার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে