পথশিশু-কিশোরদের ফুটবল কোচ অমিতাভ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২; সময়: ১১:০৯ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
পথশিশু-কিশোরদের ফুটবল কোচ অমিতাভ

পদ্মাটাইমস ডেস্ক : বয়স তো সংখ্যামাত্র; মেজাজেই আসল শাহেনশাহ তিনি। ঝুন্ড সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই এমনটাই বলছেন অমিতাভ বচ্চনের অনুরাগীরা। যে ছবিতে ভিন্ন ভূমিকায় দেখা যাবে বিগ বিকে।

ছবিতে পথশিশু-কিশোরদের ফুটবল কোচ থাকবেন অমিতাভ। রাস্তাঘাটে থাকা অভাবী কিংবা সামান্য পয়সা অর্জনের জন্য খারাপ নেশায় জড়িয়ে যাওয়া পথশিশু-কিশোরদের জীবনে বাঁচানোর রসদ জোগাবেন বিগ বি। ফুটবল পায়ে দৌড়ে সমাজের প্রথম সারিতে দাঁড়ানোর পাঠ দেবেন তিনি।

পর্দায় খুব শিগগিরিই ঝুন্ড নিয়ে হাজির হচ্ছেন অমিতাভ। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার, যা দেখে নেট দুনিয়া আবারও অমিতাভ বচ্চন ম্যাজিকে মুগ্ধ।

সিনেমায় নাগপুরের এক অধ্যাপকের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। নাম বিজয় বর্স, যিনি বস্তি এলাকার শিশু-কিশোরদের নিয়ে একটি ফুটবল দল গড়েন।

গত ২ বছর ধরে করোনাভাইরাস মহামারির কারণে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া সম্ভব হয়নি ঝুন্ড, তবে এই স্পোর্টস ড্রামা ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে রাজি ছিলেন না নির্মাতারা। কারণ বড় পর্দায় এমন ফুটবল ম্যাচ, যেখানে অমিতাভ নিজে কোচের ভূমিকায় রয়েছেন, সেটা দেখার আমেজই আলাদা হবে। শেষমেশ এসব প্রতিকূলতা পেরিয়ে ৪ মার্চ মুক্তি পাচ্ছে ঝুন্ড।
সিনেমাটি পরিচালনা করেছেন নাগরাজ পোপাটরাও মঞ্জুলে, যিনি কি না মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির ব্লকব্লাস্টার সাইরাত এবং ২০১৩ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ফ্যানড্রাই পরিচালনা করেছেন।

যৌথভাবে এ সিনেমার প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, রাজ হিরেমঠ, সবিতা রাজ, নাগরাজ মঞ্জুলে, গার্গি কুলকার্নি এবং মিনু অরোরা। টি-সিরিজের ব্যানারে তৈরি হয়েছে সিনেমাটি।

ঝুন্ড ছাড়াও এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় আছে অমিতাভ বচ্চনের ব্রহ্মাস্ত্র। সে সিনেমায় বিগ বির পাশাপাশি দেখা যাবে আলিয়া ভাট, রণবীর কাপুর, নাগার্জুন, মৌনী রায়কেও।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে