ট্রেনের টিকিট বিক্রি করতে সহজ’র সাথে রেলওয়ের চুক্তি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২; সময়: ৭:২৯ অপরাহ্ণ |
ট্রেনের টিকিট বিক্রি করতে সহজ’র সাথে রেলওয়ের চুক্তি

পদ্মাটাইমস ডেস্ক : টিকিট বিক্রি নিয়ে সহজ ডট কম’র সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার রাজধানীর রেলভবনে এ চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির কারণে রেলওয়ের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী টিকিটপ্রতি ২৫ পয়সা কমিশন পাবে সহজ ডট কম। বর্তমানে প্রতি টিকিট বিক্রিতে ২ টাকা ৯৯ পয়সা সিএনএস নামের প্রতিষ্ঠানকে কমিশন দিতে হয়।

নুরুল ইসলাম সুজন বলেন, উন্নত রেল ব্যবস্থা করার জন্য দীর্ঘ মেয়াদী পদক্ষেপ নেয়া হয়েছে। বলেন, যেভাবে রেলের উন্নয়ন চলছে তা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে উন্নতমানের রেল সেবা পাবে দেশের মানুষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে