বাংলাদেশের মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২; সময়: ১০:৪৬ অপরাহ্ণ |
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান

পদ্মাটাইমস ডেস্ক : স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রথম বিদেশি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম একুশে ফেব্রুয়ারির উদযাপন উপলক্ষে ঢাকায় পল্টন ময়দানের একটি উন্মুক্ত কনসার্টে অনুষ্ঠান করেছিলেন তিনি।

ফাগুনের দ্বিতীয় সন্ধ্যায় চলে গেলেন কিংবদন্তি। ভারতীয় বাংলা চলচ্চিত্রের মহানায়িকা যেমনি সুচিত্রা সেন, তেমনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলাদেশের মানুষের সঙ্গেও মিশে আছেন সন্ধ্যা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে, যুদ্ধের হাত থেকে বাঁচতে কলকাতা তথা পশ্চিমবঙ্গে আগত লাখ লাখ উদ্বাস্তুদের জন্য তিনি ভারতীয় বাঙালি শিল্পীদের সঙ্গে গণ আন্দোলনে যোগ দেন এবং তাদের জন্য অর্থ সংগ্রহ করেন।

বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেন সন্ধ্যা। বাংলাদেশি সংগীতশিল্পী সমর দাস, যিনি বাংলাদেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন, তার সাহায্যার্থে বিভিন্ন দেশাত্মবোধক গান রেকর্ড করেন। কারাগারে বন্দী নতুন বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির উপলক্ষে তার গাওয়া ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে’ গানটি মুক্তি পায়।

গত ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রবীণ শিল্পী। প্রথমে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৩ মিনিটে টুইট করে মৃত্যুর খবরটি জানিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য শান্তনু সেন।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম কলকাতার ঢাকুরিয়াতে, ১৯৩১ সালে। ছয় ভাই-িবোনের মধ্যে তিনি ছিলেন সকলের ছোট। ছোট থেকেই সুরের প্রতি ছিল এক অদ্ভুত ঝোঁক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে