জোহা দিবসে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের শ্রদ্ধা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২; সময়: ১২:৫২ অপরাহ্ণ |
জোহা দিবসে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক রাবি : শহীদ ড. শামসুজ্জোহা’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ জোহার মৃত্যুবার্ষিকী ও শিক্ষক দিবস পালন করেছে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (আরউইইসি)। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় এই কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জোহা চত্বরে এক মিনিট নিরবতা পালন করেন তারা। নীরবতা পালন শেষে ক্লাবের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস যুথী ক্লাবের সদস্যদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, শহীদ ড. শামসুজ্জোহা বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী।

একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জন্য এমন আত্মত্যাগ ইতিহাসেই বিরল। কিন্তু ৫০ বছরের বেশি সময় চলে গেলেও স্যারের আত্মত্যাগের যথাযথ মূল্যয়ন করা হয়নি। কোনো অজানা কারণে জাতীয় পর্যায়েও নেই কোনো স্বীকৃতি। আমরা চাই স্যারের এই আত্মত্যাগ জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি পাবে।

এসময় ক্লাবের সহ-সভাপতি আতিয়া তাহমিদা, সাংগঠনিক সম্পাদক ফুয়াদ পাবলো, সহশিক্ষাক্রম সম্পাদক নেওয়াজ শরীফ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনীষা আক্তার মিম, কার্যনির্বাহী সদস্য ইমন চাকমাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে